শৈবাল বিজ্ঞান (Phycology) অনার্স প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৫ (অনুষ্ঠিত-১৭/০২/২০১৬)]
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
বিষয় : শৈবাল বিজ্ঞান (Phycology), বিষয় কোড : 213005
সময়-৩ ঘণ্টা;,, পূর্ণমান-৬০
দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]
ক-বিভাগ
১। নিম্নের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :
(ক) বাংলাদেশে সহজ প্রাপ্য দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লিখ ।
উত্তর : বাংলাদেশে সহজ প্রাপ্য দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম হলো-Nostoc, Anabaena.
(খ) অ্যাকাইনিটি কি?
উত্তর : সাধারণত অঙ্গজ কোষে খাদ্য সঞ্চিত হলে কোষগুলো আকারে বড় হয় এবং প্রাচীর পুরু ও দৃঢ়তা লাভ করে। পরবর্তীতে এসব অঙ্গজ কোষকে অ্যকাইনিটি বলে ।
(গ) হেটেরোসিস্ট কি?
উত্তর : নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোমে পুরু প্রাচীর বিশিষ্ট বিশেষ ধরনের পিপাকৃতির কোষকে হেটেরোসিস্ট বলে।
(ঘ) একটি থার্মোফিলিক শৈবালের নাম লিখ।
উত্তর : Scytonema.
(ঙ) ফ্রাস্টিউল কি?
উত্তর : একটি ডায়াটম কোষকে ফ্রাস্টিউল বলা হয়।
(চ) ক্রায়োফাইটের সংজ্ঞা সহ উদাহরণ দাও।
উত্তর : তুষার বা বরফে বসবাসকারী শৈবালকে ক্রায়োফাইট বলা হয় ।
(ছ) ইনভার্সন কি?
উত্তর : Volvox-এর গোনিয়ামের কোষ বিভাজন শেষে প্লাকিয়া দশা সৃষ্টির পর গোলকের এক প্রান্তের ফায়ালোপোর নামক ছিদ্রের সৃষ্টি হয় । উক্ত ছিদ্রটি ছিদ্রের মাধ্যমে গোলকটি উল্টে যাওয়ার পদ্ধতিকে ইনভার্সন বলে ।
(জ) বৃহত্তম শৈবালের নাম লিখ।
উত্তর : Pyrifera.
(ঝ) মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবালের নাম লিখ।
উত্তর : Chlorella sp
(ঞ) সিস্টোকার্পের সংজ্ঞা দাও।
উত্তর : কার্পোস্পোর বন্ধ্যা সূত্র সমষ্টি এবং কার্পোগোনিয়াম এর অবশিষ্ট অংশকে নিয়ে মিলিতভাবে যে গঠন দেখা যায় তাকে সিস্টোকার্প বলা হয় ।
(ট) খাদ্য হিসেবে ব্যবহৃত দুটি শৈবালের নাম লিখ।
উত্তর: Laminaria, Sargassum |
(ঠ) শৈবালের সবচেয়ে জটিল ও উন্নত পুং ও স্ত্রী যৌনাঙ্গের নাম কি?
উত্তর : রিপ্টেপ্টাকল ও কনসেপ্টাকল।
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]
২। Oedogonium-এর ম্যাক্রান্ড্রাস ও ন্যান্নান্ড্রাস প্রজাতির মধ্যে পার্থক্য কর।
৩। Bacillariophyceae শ্রেণির প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ।
৪। শৈবালের পেরিনেশন পদ্ধতিগুলো আলোচনা কর।
৫। সায়ানোফাইসি ও রোডোফাইসির মধ্যে মিল-অমিল গুলো উল্লেখ কর।
৬। ফাইটোপ্ল্যাঙ্কটনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লিখ।
৭। ক্যারোফাইসি শ্রেণির শৈবালের সাধারণ বৈশিষ্ট্য লিখ।
৮। Euglena এর উদ্ভিদ সদৃশ্য বৈশিষ্ট্যসমূহ লিখ।
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]
৯। পিগমেন্ট, সঞ্চিত খাদ্য ও ফ্ল্যাজিলেশনের ভিত্তিতে বিভিন্ন গ্রুপের শৈবালের বৈশিষ্ট্য লিখ ।
১০। নিম্নের যেকোনো দুটি শৈবালের চিহ্নিত চিত্র আঁক-
(ক) Chlamydomonas,
(খ) Vaucheria,
(গ) Navicula,
(ঘ) Gloeotrichia,
১১। Oedogonium এর যৌন জনন পদ্ধতি বর্ণনা কর ।
১২। শৈবালের বৃদ্ধি কি? শৈবালের বিভিন্ন ধরনের বৃদ্ধি সংক্ষেপে বর্ণনা কর।
১৩। অ্যালগালাইজেশন কি? খাদ্য, শিল্প ও কৃষিতে শৈবালের গুরুত্ব বর্ণনা কর।
১৪। Ectocarpus এর স্পোরাঞ্জিয়াম এর গঠন ও বিকাশ বর্ণনা কর।
১৫। Polysiphonia এর নিষেকোত্তর পরিবর্তনগুলো চিত্রসহ বর্ণনা কর।
১৬। টীকা লিখ ( যেকোনো দুইটি) :
(ক) রিসেপ্টাকল ও কনসেপ্টাকল;
(খ) Chlorella এর অর্থনৈতিক গুরুত্ব;
(গ) ডায়াটমীয় মৃত্তিকা;
(ঘ) গ্লোবিউল ও নিউকিউল।
আপনি যদি ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক