উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৯। Honours chemistry subject national university bord 2018 question and answare.

আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব,, উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৯। Honours chemistry subject national university bord 2018 question and answare.

উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৯। Honours chemistry subject national university bord 2018 question and answare.

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৯]

বিষয় : রসায়ন-১

বিষয় কোড : ২১২৮০৭

সময় : ৪ ঘণ্টা, পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য:- একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে লিখতে হবে ।]

ক-বিভাগ

নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) আপেক্ষিক প্রমাণ বিচুত্যি বলতে কি বোঝায়? (What do you mean by relative standard deviation?)

উত্তর : প্রমাণ বিচ্যুতিকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলে। একে শতকরা বা সহস্র করায় প্রকাশ করা হয়।

(খ) অরবিট কি? (What is orbit?)

উত্তর : পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট  শক্তি সম্পন্ন কক্ষপথ রয়েছে যাদের প্রত্যেকটিকে এক একটি শক্তিস্তর বলা হয়। এই প্রধান শক্তিস্তরই অরবিট নামে পরিচিত।

(গ) আইসোটোপ কি? (What is Isotopes?)

উত্তর : যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে । যেমন-হাইড্রোজেনের তিনটি আইসোটোপ যথা:- ১.(প্রোটিয়াম) ২. (ডিউটেরিয়ারম) ৩.(টিট্রিয়াম)

(ঘ) আধুনিক পর্যায় সূত্রটি লিখ। (State the modern periodic law.)

উত্তর : আধুনিক পর্যায় সূত্র : ‘মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।

(ঙ) NH4Cl অণুতে কি কি বন্ধন বিদ্যমান? (What types of bond are present in NH4Cl.)

উত্তর : NH4Cl – এ একটি আয়নিক (NH4+CI), একটি সন্নিবেশ (H3N:
H+) এবং তিনটি সমযোজী বন্ধন বিদ্যমান। |

(চ) K4[Fe(CN)6এ Fe এর জারণ সংখ্যা কত? (What is the oxidation number of Fe in K4[Fe(CN)6])

উত্তর : K4[Fe(CN)6] যৌগের Fe-এর জারন সংখ্যা হল +2।

(ছ) অ্যারোমেটিক নিউক্লিয়াস বলতে কি বোঝ? (What do you mean Aromatic Nucleus?)

উত্তর : অ্যারোমেটিক যৌগে অবস্থিত নিউক্লিয়াসকে বলা হয়।

(জ) গ্যাসের সংকট তাপমাত্রা কি? (What is critical temperature of gas ?)

উত্তর : প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ঐ গ্যাসকে ইচ্ছামত চাপ প্রয়োগ করে ও তরলে পরিণত করা যায় না, অথচ ঐ তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় ঐ গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। তাকে সে গ্যাসের সংকট তাপমাত্রা বলে। যেমন COএর সংকট তাপমাত্রা হল 31.1°C।

(ঝ) অ্যালকাইল মূলক কাকে বলে? (What is called alkyl radical?)

উত্তর : CHমূলককে বলা হয় অ্যালকাইল মূলক।

(ঞ) অনুবন্ধী অম্ল কি? (What is conjugate acid?)

উত্তর : কোন ক্ষারক প্রোটন গ্রহণের পর যে এসিডে পরিণত হয় তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী এসিড বলে। যেমন: NH -এর অনুবন্ধী এসিড হল NH4আয়ন।

(ট) বোর ব্যাসার্ধের মান কত? (What is the value of Bohr radius?)

উত্তর : হাইড্রোজেনের জন্য বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রায় 5.29177
x 10
-11 m

(ঠ) M কক্ষপথে অর্বিটালের সংখ্যা কত? (How many orbitals are there in M shell?)

উত্তর : M কক্ষপথে অর্বিটালের সংখ্যা ১টি।

খ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। হুন্ডের নীতি কি? এই নীতি অনুসারে Na ও O এর ইলেক্ট্রন বিন্যাস কেমন হবে?

(What is the Hund’s rule? how electronic configuration of N and O according to Hund’s rule.)

৩। ভর ক্রিয়া সূত্রের বর্ণনা ও ব্যাখ্যা কর।

(State and explain law of mass action.)

৪। স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক d-ব্লক মৌল হলেও অবস্থান্তর ধাতু নয়—ব্যাখ্যা কর।

(Sc and Zn are d-block elements not transition elements Explain.)

৫। কিরূপে 1°, 2° ও 3° অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করবে।

(How do you differentiate among 1°, 2° and 3° alcohol?)

৬। টীকা লিখ : (Write short notes 🙂

(i) অ্যালডল ঘনীভবন বিক্রিয়া;

(Aldol-Condensation reaction;)

(ii) R.M.S বেগ ।

(R.M.S velocity.)

৭। সিগমা (σ) ও পাই (π) বন্ধনের মধ্যে পার্থক্য লিখ।

(Write down the differences between sigma (G) and pi (x) bond.)

৮। H2SOকেবল জারক হিসেবে কাজ করে—ব্যাখ্যা কর।

(H2SO4 acts only as oxidizing agents-Explain.)

৯। জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্তকরণের দুইটি পরীক্ষা বর্ণনা কর।

(Discuss the two tests to identify the unsturation organic compounds.)

গ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। (ক) কোয়ান্টাম সংখ্যা কি n = 4 হলে l ও m এর মান হিসাব করে দেখাও।

(What are quantum numbers? Calculet the value of l and m if n = 4 )

(খ) POH কি? 0.005M H2SO4 দ্রবণের pH ও POH গণনা কর ।

(What is POH ? Calculate the pH and POH value of 0.005M H2SO4 solution.)

১১। (ক) আদর্শ গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোল ভগ্নাংশ, আংশিক চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর।

(Deduce the relationship among mole fraction, partial pressure and total pressure of ideal gas mixture.)

(খ) সমযোজী বন্ধনের যোজনী বন্ধন তত্ত্ব বিবৃত কর ।

(Describe the valence bond theory of covalent bond.)

১২। (ক) গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1°, 2° and 3° অ্যালকোহল পাওয়া যায়?

(What is Grignard regent? How to prepare the 1°, 2° and 3° alcohol from Grignard regent?)

(খ) কার্বানায়নের সক্রিয়তা ও স্থিতিশীলতা বর্ণনা কর।

(Describe the activity and stability of carbanion.)

১৩। (ক) মোলারিটি ও মোলালিটি বলতে কি বোঝ?

(What do you mean by molarity and molality ? Describe it with examples.)

(খ) তাপমাত্রা বৃদ্ধির সাথে তরল গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় কেন?

(Why does the solubility of gages in liquids decrease with the increase of temperature?)

(গ) 10% Na2CO3, দ্রবণের মোলারিটি কত হবে?

(What will be the molarity of 10% Na2CO3.)

১৪। (ক) অ্যালকিন প্রস্তুতির দুইটি সাধারণ পদ্ধতি বর্ণনা কর।

(Describe two general methods for the preparation of alkencs.)

(খ) ক্লোরো ইথানয়িক এসিড ও ইথানয়িক এসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন?

(Between chloro ethanoic acid and ethanoic acid which one is more stronger and why?)

১৫।IUPAC নাম লিখ (যেকোনো পাঁচটি) :

উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৯। Honours chemistry subject national university bord 2018 question and answare.

(ক) পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির সমীকরণ উপপাদন কর।

(Drive the energy expression of an electron moving in an orbit of an atom.)

(খ) 2d অর্বিটাল সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।

(Explain why 2d orbital is not possible.)

(গ) পটাশিয়ামের ইলেক্ট্রন বিন্যাস লিখ।

(Write down the electronic configuration of Potassium.)

১৭। (ক) গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ উপপাদন কর।

(Drive the kinetic equation of gases.)

(খ) অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেনের ব্যাপন হার বেশী— ব্যাখ্যা কর।

(The rate of diffusion of Hydrogen gas is greater than Oxygen gas- Explain.)

(গ) 27° তাপমাত্রায় 6.4g O2 গ্লাসের গতিশক্তি গণনা কর। /উ: ২৩১ পৃষ্ঠার ৭.৩০ নং

(Calculate the kinetic energy of 6.4g Oxygen gas at 27°C temperature.)

 আপনি যদি  ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক

1 thought on “উদ্ভিদবিজ্ঞান অনার্স রসায়ন প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৯। Honours chemistry subject national university bord 2018 question and answare.”

Leave a Comment