আসসালামু আলাকুম। আজকে আমরা রসায়ন অনার্স প্রথম বর্ষ নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করবা।
একটা নন-মেজর সাবজেক্ট। এই বিষয় এ মোট ১০০ নাম্বার এর পরিক্ষা হয়। ফাইনাল
পরিক্ষায় ৮০ নাম্বার আরে হয় এবং ইনকোর্স হয় ২০ নাম্বার এ। রসায়ন পরিক্ষার
প্যাকটিক্যাল রয়েছে।
রসায়ন অনার্স ১ম বর্ষ এর সকল অধ্যায় এর নাম।
- মাপন এবং বৈজ্ঞানিক পদ্ধিতি
- পরমানুর গঠন
- পর্যায় সারণি
- রাসায়নিক বন্ধন
- জারন-বিজারন
- পদার্থের অবস্থা
- গ্যাস এবং এর ধর্মসমূহ
- দ্রবণসমূহ
- অম্ল ও ক্ষারকসমূহ
- রাসায়নিক সাম্যাবস্থা
- হাইড্রোকার্বন
- বিভিন্ন ধরনের জৈব যৌগসমূহের পাঠ
রসায়ন অনার্স ১ম বর্ষ এর পরিক্ষার নিয়ম সমূহ।
সবার
প্রথম এ রসায়ন পরিক্ষার অনার্স ১ম বর্ষ এর ইনকোর্স পরিক্ষা অনুষ্ঠিত হবে।
ইনকোর্স পরিক্ষা মোট ২০ নাম্বার এ হবে। এটা সংক্ষিপ্ত ও বর্ননা মূলক
প্রশ্র এর হতে পারে। মূলত ইনকোর্স পরিক্ষা কিভাবে নিবে এবং কেমন প্রশ্ন হবে
তা নির্ভর করবে আপনার কলেজ এর ডিপার্টমেন্ট এর স্যার এর উপর। এই পরিক্ষার
নাম্বার দেওয়ার দায়িত্ব ও নিয়ন্ত্রন ও আপনার কলেজ এর বিষয় গুলো স্যার এর
উপর থাকে।
রসায়ন
অনার্স ১ম বর্ষ এর ফাইনাল পরিক্ষা হবে ৮০ নাম্বারে। মোট ৪ ঘন্টা এর
পরিক্ষা হয়। ক-বিভাগ ,,,খ-বিভাগ এবং গ-বিভাগ মোট তিনটি বিভাগ রয়েছে। এখানে
একটা বিষয় মাথায় রাখতে হবে যে,, আপনাকে প্রত্যেক বিভাগ এর প্রশ্ন গুলো
সিরিয়াল অনুযয়ী লিখতে হবে। আগে যদি খ-বিভাগ লেখা শুরু করেন তাহলে খ-বিভাগ
শেষ করে অন্য বিভাগ লেখতে হবে।
- ক-বিভাগ
এ ছোট প্রশ্ন থাকবে। মোট ১২ টা প্রশ্ন থাকবে যার মধ্যে ১০ টা উওর লিখতে
হবে। প্রত্যক প্রশ্ন এর জন্য এক নাম্বার করে মোট ১০ নাম্বার থাকবে। - খ-বিভাগ
এ থাকবে বর্ননা মূলক প্রশ্নভ। মোট ৯ টা প্রশ্ন থাকবে এর মধ্যে ৫ টার উওর
দিতে হবে। প্রত্যেক প্রশ্ন এর জন্য ৪ নাম্বার করে মোট ২০ নাম্বার খ-বিভাগ
এর জন্য নির্ধারিত হবে। - গ-বিভাগ এ ও বর্ননা মূলক প্রশ্ন থাকবে।
এখানে ও মোট ৯ টা প্রশ্ন থাকবে এবং ৫ টার উওর দিতে হবে। প্রত্যেক প্রশ্ন এর
জন্য ১০ নাম্বার করে মোট ৫০ নাম্বার গ-বিভাগ এর জন্য নির্ধারিত হবে।
অনার্স করছি সে বিয়য় এর বিস্তারিত আমার ওয়েবসাইট এ শেয়ার করব। উদ্ভিদ
বিজ্ঞান এর সকল আপডেট ,বোর্ড প্রশ্ন এবং উওর আমার ওয়েবসাইট এ শেয়ার করার
চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ।
আপনি যদি ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক