কোরআনে বর্ণিত দোয়া সমূহ pdf. সবচেয়ে দামি দোয়া।

পবিএ কুরআন মাজিদে বর্ণিত গুরুত্বপূর্ণ দোয়া ও তাফসির। ফজিলতপূর্ণ কয়েকটি দোয়া ও আমল!

 

কোরআনে বর্ণিত দোয়া সমূহ pdf

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমাদের আজকের টপিক কোরআনে বর্ণিত দোয়া সমূহ pdf. আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। আমাদের সকলের ভালো থাকার জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহর রহমত ও দয়া। আল্লাহর রহমত ও দয়া ব্যাতিত একটা সেকেন্ড ও ভালো থাকা সম্ভব নয়। এজন্য আমাদের উচিৎ সর্ব অবস্থায় আল্লাহর নিকট দোয়া করে। হাদিস থেকে পাই… 
 

হযরত আনাস রা. বর্ণিত অপর হাদিসে রাসূল সা. বলেছেন, তোমরা তোমাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, এমনকি যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তাহলে তাও তাঁর কাছেই চাইবে। এমনকি লবণও তার কাছেই চাইবে। (তিরমিজি)

আজকে আপনাদের পবিত্র কুরআন মাজিদ থেকে কিছু দোয়া বলে দেওয়া হবে। যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। 

কোরআনে বর্ণিত দোয়া সমূহ

✅<———– ১ নাম্বার দোয়া ———->✅

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ ۙ

অর্থঃ আমাদেরকে সরল পথ প্রদর্শন কর,

-সূরা ফাতিহা, আয়াত নম্বরঃ ৬

✅<———– ২ নাম্বার দোয়া ———->✅ 

رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

অর্থঃ  হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে দোজখের শাস্তি হইতে রক্ষা কর।

-সূরা বাকারা, আয়াত নম্বরঃ ২০১

✅<———– ৩ নাম্বার দোয়া ———->✅

رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্য দান কর, আমাদের পা অবিচলিত রাখ এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান কর।

-সূরা বাকারা, আয়াত নম্বরঃ ২৫০

 

✅<———– ৪ নাম্বার দোয়া ———->✅

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ

অর্থঃ হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লংঘন প্রবণ করিও না এবং তোমার নিকট হইতে আমাদেরকে করুণা দান কর, নিশ্চয়ই তুমি মহাদাতা।

-সূরা ইমরান, আয়াত নম্বরঃ ৮

✅<———– ৫ নাম্বার দোয়া ———->✅

 رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান আনিয়াছি ; সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা কর এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা কর। 

-সূরা ইমরান, আয়াত নম্বরঃ ১৬

✅<———– ৬ নাম্বার দোয়া ———->✅

رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ  تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ‌ۚ وَارْزُقْنَا وَاَنْتَ  خَيْرُ الرّٰزِقِيْنَ

অর্থঃ হে আল্লাহ্ আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ কর; ইহা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হইবে আনন্দোৎসবস্ব রূপ এবং তোমার নিকট হইতে নিদর্শন। আর আমাদেরকে জীবিকা দান কর; তুমিই তো শ্রেষ্ঠ জীবিকাদাতা।

-সূরা মায়িদাহ, আয়াত নম্বরঃ ১১৪

✅<———– ৭ নাম্বার দোয়া ———->✅

رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا؄ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ

অর্থঃ  হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর এবং দয়া না কর তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব।

-সূরা আ’রাফ, আয়াত নম্বরঃ ২৩

✅<———– ৮ নাম্বার দোয়া ———->✅

رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــَٔلَكَ مَا لَـيْسَ لِىْ  بِهٖ عِلْمٌ‌ؕ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ

অর্থঃ হে আমার প্রতিপালক! যে বিষয়ে আমার জ্ঞান নাই, সে বিষয়ে যাহাতে আপনাকে অনুরোধ না করি, এই জন্য আমি আপনার শরণ লইতেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব।’

-সূরা হুদ, আয়াত নম্বরঃ ৪৭

✅<———– ৯ নাম্বার দোয়া ———->✅ 

رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌  ۖ   رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হইতেও। হে আমাদের প্রতিপালক! আমার প্রার্থনা কবূল কর।

-সূরা ইব্রাহীম, আয়াত নম্বরঃ ৪০

✅<———- ১০ নাম্বার দোয়া ———>✅

رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ  وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

অর্থঃ হে আমাদের প্রতিপালক! যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মু’মিনগণকে ক্ষমা করিও।’

-সূরা ইব্রাহীম, আয়াত নম্বরঃ ৪১

✅<———- ১১ নাম্বার দোয়া ———>✅

رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ

অর্থঃ হে আমার প্রতি-পালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। 

-সূরা মুমিনূন, আয়াত নম্বরঃ ৯৭ 

✅<———- ১২ নাম্বার দোয়া ———>✅

رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ  ۙوَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ  ۙ وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ  ۙيَفْقَهُوْا قَوْلِیْ  

অর্থঃ হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও। এবং আমার কর্ম সহজ করিয়া দাও। আমার জিহবার জড়তা দূর করিয়া দাও। যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে।

-সূরা তোয়া’হ্বা , আয়াত নম্বরঃ ২৫ -২৮

আপনারা চাইলে এ দোয়া গুলো মুখস্থ করে মোনাজাত এ করতে পারেন। আল্লাহ হাফিজ 

Read More: নামাজের ভিতরে বাহিরে ১৩ ফরজ কি কি

Keyword: কোরআনে বর্ণিত দোয়া সমূহ pdf, কোরআনে বর্ণিত দোয়া সমূহ pdf, রাসুল সাঃ এর দোয়া সমূহ, কুরআনে বর্ণিত দোয়া সমূহ বই, কোরআনে উল্লেখিত গুরুত্বপূর্ণ ১০টি দোয়া, শ্রেষ্ঠ দোয়া সমূহ, সবচেয়ে দামি দোয়া, প্রতিদিনের দোয়া সমূহ, আল্লাহুম্মা দিয়ে সকল দোয়া,

 আপনি যদি  ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক

Leave a Comment