A Winter Morning
Bangladesh is a country full of natural diversity. Different seasons arrive in this country at different times of the year. With the change of seasons, nature also changes its appearance. Winter is one of the main seasons of Bangladesh. Winter season is better than other seasons for many reasons. One of the reasons is the winter morning. Winter mornings are more beautiful and charming than the mornings of other seasons.
Winter is the coldest season of the year. However, the cold is not beyond human endurance. Even though this winter morning is cold, people enjoy it a lot. Everything looks foggy on a winter morning. People make fire with wood and straw to keep warm. Farmers go to fields late to harvest crops. People eat different types of hot cakes in the morning. When the sun rises, everyone sits together and warms themselves in the heat of the sun. All in all, the winter mornings are very beautiful.
These beauties of winter morning are disappearing day by day. People use silk cotton to ward off cold. Most people do not enjoy the beauty of this morning. Many cool themselves by artificial means. Who thinks it is a hassle to make pitha on a winter morning. Poor people suffer for lack of warm clothes. Everyone should help them as much as possible. We all should shed all the artificiality and enjoy the beauty of winter morning.
A Winter Morning
বাংলাদেশ একটি প্রাকৃতিক বৈচিত্র্য পূর্ন দেশ। বছরের বিভিন্ন সময় এদেশে আগমন ঘটে ভিন্ন ভিন্ন ঋতুর। ঋতু পরিবর্তন এর সাথে সাথে প্রকৃতি ও ভিন্ন রুপে সাজে। শীতকাল বাংলাদেশ এর অন্যতম প্রধান একটি ঋতু। শীতকাল ঋতু অনেক কারনে অন্য ঋতুর চাইতে সেরা। তার মধ্যে অন্যতম কারন হল শীতের সকাল। শীতের সকাল অন্য ঋতুর সকাল এর চাইতে অনেক বেশি সুন্দর ও মনোমুগ্ধকর।
শীতকাল বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। তবে ঠান্ডার মাএা মানুষ এর সহ্য ক্ষমতার বাহির এ নয়। শীতকাল এর সকাল এ ঠান্ডা থাকলেও মানুষ তা অনেক উপভোগ করে। শীতকালের সকালে সবকিছু কুয়াশাচ্ছন্ন দেখায়। মানুষ কাঠ ও খড় দিয়ে আগুন তৈরি করে শরীর গরম রাখার জন্য। কৃষকরা ফসল তুলতে দেরিতে মাঠে যায়। মানুষ সকালে বিভিন্ন ধরনের গরম গরম পিঠা খায়। সূর্য দেখা দিলে সবাই একসাথে বসে সূর্যের তাপ এ নিজেকে উষ্ণ করে। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয় শীতকালের সকাল গুলো।
দিন দিন শীতকালের সকাল এর এই সৌন্দর্য গুলো হারিয়ে যাচ্ছে। মানুষ রেশমি কাপর ব্যবহার করে শীত নিবারনের জন্য । বেশিরভাগ মানুষ ই সকাল এর সৌন্দর্য টা উপভোগ করে না। কৃত্রিম উপায়ে অনেক এ নিজেদের শীত নিবারন করে। শীতের সকাল এ পিঠা বানানো কে ঝামেলা মনে করে। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পরে দরিদ্র মানুষ। সকলের উচিৎ তাদের কে যথাসাধ্য সাহায্য করা। আমাদের সকলের উচিৎ সকল কৃত্রিমতাকে ঝেড়ে ফেলে শীতের সকালের সৌন্দর্য উপভোগ করা।
Releted search: a winter morning paragraph, a winter morning paragraph for class 8, a winter morning paragraph for ssc, a winter morning paragraph 250 words, a winter morning paragraph for hsc, a winter morning paragraph class 6,7,8,9,10,11,12, a winter morning paragraph 500 words, a winter morning paragraph 100 words, a winter morning paragraph for class 7, a winter morning paragraph for class 9, a winter morning paragraph বাংলা উচ্চারণ, what is winter morning, a winter morning is misty and cold, a winter morning composition,
আপনি যদি ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক