স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বহুনির্বাচনি প্রশ্ন ও উওর। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অনার্স ১ম বর্ষ।

আসসালামু আলাইকুম। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এর ক-বিভাগ এর জন্য যে বহুনির্বাচনী প্রশ্ন ও উওর দেখন। তবে এখানে বলে রাখা ভালো এগুলো কিন্তু যথেষ্ট নয় আপনাকে এর বাহির এ আর পড়তে হবে। সাধারনত আমাদের সাল এর প্রশ্ন গুলো মুখস্ত রাখতে কষ্ট হয়। তাই আমি সাল এর প্রশ্ন গুলো একসাথে দেওয়ার চেষ্টা করব।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বহুনির্বাচনি প্রশ্ন ও উওর। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অনার্স ১ম বর্ষ।
 
১)  লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয় ?
উওর: ১৯৪০ সালের ২৩ মার্চ।
২) বাংলাদেশ এর সংবিধান কত সালে কার্যকর হয়?
উওর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
৩) বঙ্গবন্ধুকে সপরিবারে কবে হত্যা করা হয়?
উওর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট।
৪) শেখ মজিব কে বঙ্গবন্ধু উপাদিতে ভূষিত করা হয় কখন?
উওর: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে।
৫) ছয়-দফা ঘোষিত হয় কখন?
উওর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী।
৬) ভারত এর স্বাধীনতা আইন পাস হয় কখন?
উওর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।
৭) বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ পায়?
উওর:  ১৯৭৪ সালের ১৭ সেপ্টম্বর,
৮) আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
উওর: ২৩ জুন ১৯৪৯,
৯) বঙ্গবন্ধু কত সালে স্বদেশে প্রত্যাবর্তন করেন?
উওর: ১৯৭২ সালের ১০ জানুয়ারী ।
১০) প্রথম বাংলাদেশের জাতীয় পতক কখন উত্তোলিত হয়?
উওর: ২ মার্চ ১৯৭১
১১) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
উওর: ১ অক্টোবর ১৯৪৭।
১২) পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কত সালে?
উওর: ১৯৫৮ সালের ৭ই অক্টোবর
১৩) অপারেশন সার্চলাইট কয় তারিখ এ সংগঠিত হয়?
উওর: ১৯৭১ সালের ২৫ মার্চ।
১৪) গণ-অভ্যুত্থান কত সালে সংগঠিত হয়?
উওর: ১৯৬৯ সালে।
১৫) বঙ্গবঙ্গ হয় কত সালে?
উওর: ১৯০৫ সালে।
এখানে ১৫ টি প্রশ্ন ও উওর দেওয়া হল। এখানে থেকে বেশ  কিছু প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। পরবর্তী তে আরো শেয়ার করব ইনশাআল্লাহ।

 আপনি যদি  ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক

Leave a Comment