ছবি থেকে ওয়ার্ড
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কিভাবে যে কোন একটা ছবি থেকে ওয়ার্ড আলাদা করা যায় এই বিষয় নিয়ে অনেকেই রিচার্জ করেন। আমাদের বিভিন্ন কাজে যেকোনো ছবি থেকে তার লেখাগুলো আলাদা করার প্রয়োজন হয়। মনে করেন আপনি এমন কোন ওয়েবসাইটে ভিজিট করছেন যেখান থেকে লেখাগুলো কপি করা যাচ্ছে না। কিন্তু আপনার এই লেখাগুলো কপি করা প্রয়োজন। তাহলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে সেখান থেকে লেখাগুলো আলাদা করতে পারেন। আজকে আমি আপনাদের এই বিষয়টা নিয়েই আলোচনা করব।
অনলাইনে অনেক ওয়েবসাইট কিংবা অনেক অ্যাপ পাবেন যেগুলো দিয়ে এই কাজটি করা যায়। তবে আমরা বেশিরভাগ অ্যাপ এর ক্ষেত্রে দেখতে পারি যে সেগুলো ফ্রিতে খুব বেশি ব্যবহার করা যায় না। কিছু অ্যাপ তো এমন রয়েছে যেগুলো আমাদের সরাসরি টাকা দিয়ে কিনতে হয়। আর কিছু অ্যাপ রয়েছে যেগুলো অ্যাড দেখে কয়েন ইনকাম করে তারপর আমরা ছবি থেকে লেখা আলাদা করতে পারি যেটা খুবই বিরক্তকর। আজকে আমি আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করব যেই অ্যাপে আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে না।
অ্যাপ লিংকঃ Copy Tex On Screen
লিংকে ক্লিক করলে আপনাকে প্লেস্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। আপনি যদি চান সরাসরি প্লে স্টোরে গিয়ে এটা লিখে সার্চ করে অ্যাপ ডাউনলোড করতে পারেন। খুব বড় কোন অ্যাপ নয় যেকোন নরমাল ফোনে খুব সহজে ব্যবহার করা যাবে।
ছবি থেকে লেখা আলাদা করতে কি কি সুবিধা পাব।
একঃ সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাপটি ব্যবহার করতে পারবেন । কোন কয়েন কিংবা সাবস্ক্রাইবশান কিনতে হবে না।
দুইঃ বাংলা ইংরেজি সহ পৃথিবীর প্রায় সকল ভাষার লেখা আপনি কপি করতে পারবেন।
তিনঃ আপনি যখন এই অ্যাপ ব্যবহার করবেন খুব বেশি অ্যাড আসে আপনাকে বিরক্ত করবে না।
চারঃ আপনি সরাসরি ক্যামেরা দিয়ে এখান থেকে ছবি তুলে সেটা আপলোড করতে পারবেন। অথবা আপনার গ্যালারি থেকে আপলোড করতে পারবেন।
কিভাবে ছবি থেকে লেখা আলাদা করব?
প্রথমে আপনি অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর নিচে আপনি ক্যামেরা ও গ্যালারি আইকন পাবেন। আপনি যদি সরাসরি ছবি তুলে আপলোড করতে চান তাহলে ক্যামেরা তে ক্লিক করবেন। যদি গ্যালারি থেকে ছবি আপলোড করতে চান সেক্ষেত্রে গ্যালারিতে সিলেক্ট করবেন। তারপর আপনার ইমেজটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি যদি কোন নির্দিষ্ট অংশের ছবি সিলেক্ট করতে চান। সে ক্ষেত্রে আপনি স্কিনের উপর টাচ করে এটা ক্রপ করতে পারেন।
Change language And Crop |
তারপর আপনি নিচে আপনার ভাষা সিলেক্ট করার পর আপনি উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন । তাহলে পরবর্তী পেজে আপনাকে যেই লেখাটুকু আপনি সিলেক্ট করেছেন সেটা দেখাবে। আপনি সেখান থেকে কপি করে সেটা ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপ টা ব্যবহার করার ক্ষেএে একটা সমস্যা রয়েছে। সেটা হচ্ছে প্রতিদিন লিমিটেড কিছু ছবির লেখা আলাদা করতে পারবেন। তবে এই সংখ্যা টা একদম কম নয়। মোটামুটি অনেক গুলো ছবি থেকে ই লেখা আলাদা করা যায়।
দিন দিন এই অ্যাপ এ আপডেট আসছে আগে যেখানে অনেক ভাষা ফ্রি তে করা যেত। সেখানে বর্তমান এ সব ভাষা ফ্রি তে ছবি থেকে ওয়ার্ড আলাদা করা যায় না। তাই এই অ্যাপ এর কাজ এর গুনাগুন দিন দিন কমছে। আমাদের মতো সাধারন মানুষ ছবি থেকে ওয়ার্ড আলাদা করার জন্য তো এই অ্যাপ টাকা দিয়ে ব্যাবহার করবে না।
বর্তমান সময়ে সবচেয়ে ভালো কাজ করে Google lens আপনি কোন ছবি গুগল লেন্স এ আপলোড করে সেখানে থেকে লেখা আলাদা করে নিতে পারবেন এটা যেমন ফ্রি তেমন কোন এড আসবে না। এছাড়াও আপনি এটা দিয়ে সকল ভাষা ছবি থেকে ওয়ার্ড করতে পারবেন। আপনি দেখে নিতে পারেন এটা আপনার মোবাইল এ সাপোর্ট ঠিকমতো কাজ করে কিনা। আশা করছি পোস্ট টা আপনাদের উপকার এ আসবে। ধন্যবাদ সবাই কে।
আরো পড়ুন: মোবাইল দিয়ে বিটকয়েন আয়
TAGSছবি থেকে লেখা কপি করার উপায়ে ছবি থেকে ওয়ার্ডপিকচার এর লেখা আলাদা করার উপায়Free online bengali ocrimage to text converter bangla
- ছবি থেকে লেখা কপি করার উপায়
- ছবি থেকে লেখা কপি করার উপায়
- ছবি থেকে লেখা কপি করার উপায
আপনি যদি ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক