বীজগণিতের সকল সূত্র
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। নবম-দশম শ্রেণির বীজগণিতের সকল সূএ গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি এগুলো খাতায় লিখে রাখতে পারেন। অথবা ফোন এ রাখতে চাইলে পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন। বীজগণিতের সূত্র সমূহ pdf আকারে ও লিখে দেওয়া হল।
বীজগনিতে বর্গের সকল সূএ সমূহ নিম্নে দেওয়া করা হলোঃ
1. বর্গ সংবলিত সূএাবলি।
– (a + b)² = a² + 2ab + b²
– (a – b)² = a² – 2ab + b²
– a² – b² = (a + b)(a – b)
– (x + a) (x+b) = x²+ (a+b)x+ab
– (a + b + c)² = a² + b² + c² + 2ab + 2bc + 2ca
2. বর্গ সংবলিত অনুসিদ্ধান্ত সমূহ।
– a² + b² = (a + b)² – 2ab
– a² + b² = (a – b)² + 2ab
-(a + b)² = (a – b)² + 4ab
-(a – b)² = (a + b)² – 4ab
আরও কিছু অনুসিদ্ধান্ত সমূহ।
– a² + b² = (a + b)² + (a – b)² / 2
– ab= (a+b/2)² – (a-b/2)²
– a² + b² + c² = (a + b + c)² – 2(ab + bc + ac )
– 2 ( ab + bc + ac) = ( a + b+ c )² – ( a² + b² + c²)
বীজগনিতে ঘনের সকল সূএ সমূহ নিম্নে দেওয়া করা হলোঃ
1. ঘন সংবলিত সূএাবলি।
– (a + b)³ = a³ + 3a²b + 3ab² + b³
বা, a³ + b³ +3ab ( a+b )
– (a – b)³ = a³ – 3a²b + 3ab² – b³
বা, a³ – b³ – 3ab ( a-b )
– a³ + b³ = (a + b)(a² – ab + b²)
– a³ – b³ = (a – b)(a² + ab + b²)
– (a + b)³ + (a – b)³ = 2(a³ + b³) + 6ab(a + b)
কিছু অতিরিক্ত বর্গ সূএ যেগুলো কাজে লাগতে পারে।
1. বর্গমূল সূত্র:
– √(a × b) = √a × √b
– √(a/b) = √a / √b
– √a × √a = a
2. বর্গের বর্গমূল সূত্র:
– (√a)² = a
3. ঘনমূল সূত্র:
– ∛(a × b × c) = ∛a × ∛b × ∛c
– ∛(a/b) = ∛a / ∛b
– ∛a × ∛a × ∛a = a
4. সাধারণ কিছু নিয়ম:
a+a= 2a, a × a = a²
- বীজগণিতের সকল সূত্র
- বীজগণিতের সকল সূত্
Related search: বীজগণিতের সকল সূত্র, বীজগণিতের সূত্র সমূহ, বীজগণিতের সকল সূত্র সমূহ pdf, বীজগণিতের সূত্র ও অনুসিদ্ধান্ত, গণিতের সকল সূত্র pdf download, বীজগণিতের সূত্র সমূহ, বীজগণিতের সূত্র সমূহ ক্লাস ১০, নবম দশম শ্রেণীর গণিতের সকল সূত্র pdf, বীজগণিতের সূত্র সমূহ class 9, গণিতের সকল সূত্র,
আপনি যদি ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক