শৈবাল বিজ্ঞান (Phycology) অনার্স প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৫। Botany Phycology Honours 1st Year Bord Question.

শৈবাল-বিজ্ঞান-বোর্ড-প্রশ্ন
আসসালামু আলাইকুম। আমরা এর আগে বোটানি অনার্স  এর রসায়ন বই এর বোর্ড প্রশ্ন গুলো শেয়ার করছি। আজকে আমরা দেখব শৈবাল বিজ্ঞান (Phycology) অনার্স প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৫। Botany Phycology Honours 1st Year Bord Question. 

শৈবাল বিজ্ঞান (Phycology) অনার্স প্রথম বর্ষ বোর্ড প্রশ্ন ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়

[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৫ (অনুষ্ঠিত-১৭/০২/২০১৬)]

উদ্ভিদবিজ্ঞান বিভাগ

বিষয় : শৈবাল বিজ্ঞান (Phycology),   বিষয় কোড : 213005

সময়-৩ ঘণ্টা;,,   পূর্ণমান-৬০

দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]

ক-বিভাগ

১। নিম্নের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :

(ক) বাংলাদেশে সহজ প্রাপ্য দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লিখ ।

উত্তর : বাংলাদেশে সহজ প্রাপ্য দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম হলো-Nostoc, Anabaena.

(খ) অ্যাকাইনিটি কি?

উত্তর : সাধারণত অঙ্গজ কোষে খাদ্য সঞ্চিত হলে কোষগুলো আকারে বড় হয় এবং প্রাচীর পুরু ও দৃঢ়তা লাভ করে। পরবর্তীতে এসব অঙ্গজ কোষকে অ্যকাইনিটি বলে ।

(গ) হেটেরোসিস্ট কি?

উত্তর : নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোমে পুরু প্রাচীর বিশিষ্ট বিশেষ ধরনের পিপাকৃতির কোষকে হেটেরোসিস্ট বলে।

(ঘ) একটি থার্মোফিলিক শৈবালের নাম লিখ।

উত্তর : Scytonema.

(ঙ) ফ্রাস্টিউল কি?

উত্তর : একটি ডায়াটম কোষকে ফ্রাস্টিউল বলা হয়।

(চ) ক্রায়োফাইটের সংজ্ঞা সহ উদাহরণ দাও।

উত্তর : তুষার বা বরফে বসবাসকারী শৈবালকে ক্রায়োফাইট বলা হয় ।

(ছ) ইনভার্সন কি?

উত্তর : Volvox-এর গোনিয়ামের কোষ বিভাজন শেষে প্লাকিয়া দশা সৃষ্টির পর গোলকের এক প্রান্তের ফায়ালোপোর নামক ছিদ্রের সৃষ্টি হয় । উক্ত ছিদ্রটি ছিদ্রের মাধ্যমে গোলকটি উল্টে যাওয়ার পদ্ধতিকে ইনভার্সন বলে ।

(জ) বৃহত্তম শৈবালের নাম লিখ।

উত্তর : Pyrifera.

(ঝ) মহাকাশ গবেষণায় ব্যবহৃত শৈবালের নাম লিখ।

উত্তর : Chlorella sp

(ঞ) সিস্টোকার্পের সংজ্ঞা দাও।

উত্তর : কার্পোস্পোর বন্ধ্যা সূত্র সমষ্টি এবং কার্পোগোনিয়াম এর অবশিষ্ট অংশকে নিয়ে মিলিতভাবে যে গঠন দেখা যায় তাকে সিস্টোকার্প বলা হয় ।

(ট) খাদ্য হিসেবে ব্যবহৃত দুটি শৈবালের নাম লিখ।

উত্তর: Laminaria, Sargassum |

(ঠ) শৈবালের সবচেয়ে জটিল ও উন্নত পুং ও স্ত্রী যৌনাঙ্গের নাম কি?

উত্তর : রিপ্টেপ্টাকল ও কনসেপ্টাকল।

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]

২। Oedogonium-এর ম্যাক্রান্ড্রাস ও ন্যান্নান্ড্রাস প্রজাতির মধ্যে পার্থক্য কর।

৩। Bacillariophyceae শ্রেণির প্রধান বৈশিষ্ট্যগুলো লিখ।

৪। শৈবালের পেরিনেশন পদ্ধতিগুলো আলোচনা কর।

৫। সায়ানোফাইসি ও রোডোফাইসির মধ্যে মিল-অমিল গুলো উল্লেখ কর।

৬। ফাইটোপ্ল্যাঙ্কটনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লিখ।

৭। ক্যারোফাইসি শ্রেণির শৈবালের সাধারণ বৈশিষ্ট্য লিখ।

৮। Euglena এর উদ্ভিদ সদৃশ্য বৈশিষ্ট্যসমূহ লিখ।

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও]

৯। পিগমেন্ট, সঞ্চিত খাদ্য ও ফ্ল্যাজিলেশনের ভিত্তিতে বিভিন্ন গ্রুপের শৈবালের বৈশিষ্ট্য লিখ ।

১০। নিম্নের যেকোনো দুটি শৈবালের চিহ্নিত চিত্র আঁক-

(ক) Chlamydomonas,

(খ) Vaucheria,

(গ) Navicula,

(ঘ) Gloeotrichia,

১১। Oedogonium এর যৌন জনন পদ্ধতি বর্ণনা কর ।

১২। শৈবালের বৃদ্ধি কি? শৈবালের বিভিন্ন ধরনের বৃদ্ধি সংক্ষেপে বর্ণনা কর।

১৩। অ্যালগালাইজেশন কি? খাদ্য, শিল্প ও কৃষিতে শৈবালের গুরুত্ব বর্ণনা কর।

১৪। Ectocarpus এর স্পোরাঞ্জিয়াম এর গঠন ও বিকাশ বর্ণনা কর।

১৫। Polysiphonia এর নিষেকোত্তর পরিবর্তনগুলো চিত্রসহ বর্ণনা কর।

১৬। টীকা লিখ ( যেকোনো দুইটি) :

(ক) রিসেপ্টাকল ও কনসেপ্টাকল;

(খ) Chlorella এর অর্থনৈতিক গুরুত্ব;

(গ) ডায়াটমীয় মৃত্তিকা;

(ঘ) গ্লোবিউল ও নিউকিউল।

 আপনি যদি  ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক

Leave a Comment