কোরিয়ান ভাষা বর্ণমালা। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পাঠ: ১

আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা বর্ণমালা। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। বিদেশ যেতে আগ্রহী কিন্তু টাকা কম এমন মানুষ এর জন্য সপ্নের দেশ দক্ষিন কোরিয়া। সরকারি ভাবে অনেক কম খরচে যাওয়া যায় এই দেশে। মিডিলিস্ট এর দেশ থেকে ভালো টাকা ইনকাম ও করা যায়। তবে এই দেশে যাওয়ার জন্য বাধ্যতামূলক তাদের ভাষা শিখতে হয়। আজকে আমরা দক্ষিন কোরিয়ার বর্নমালা নিয়ে আলোচনা করব।

কোরিয়ান ভাষা বর্ণমালা। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা।

কোরিয়ান ভাষা বর্ণমালা

দক্ষিণ কোরিয়ার ভাষার নাম কি?

দক্ষিণ কোরিয়ার ভাষার নাম হল কোরিয়ান। উত্তর কোরিয়াতেও এটিই সরকারি ভাষা। এই ভাষার বর্নমালা কে হাঙ্গুল বলা হয়। সারা বিশ্বে প্রায় 7.5 কোটি এর বেশি মানুষ কোরিয়ান ভাষায় কথা বলে।

দক্ষিন কোরিয়ার বর্নমালা রয়েছে মোট ৪০ টি।

  • স্বরবর্ন: ১০ টি
  • সংযুক্ত স্বরবর্ন: ১১ টি
  • ব্যঞ্জনবর্ণ: ১৪ টি
  • সংযুক্ত ব্যঞ্জনবর্ণ: ৫ টি

কোরিয়ান বর্ণমালা (হাঙ্গুল) বাংলায়।

-স্বরবর্ণ ১০ টি:

দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা
Korean VowelBengali Representation
ইঅ
ইআ
ইও
ইউ

-সংযুক্ত স্বরবর্ণ ১১ টি:

দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা
HangulBengali
অ্যা
ইঅ্যা
ইএ/ইয়ে
ওআ
ওঅ্যা
ওএ/ওয়ে
উঅ
ㅗㅔউএ
উই
ঊই

-ব্যঞ্জনবর্ণ ১৪ টি:

দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা
KoreanBengaliTransliteration
গিইয়কgiyak
নিউনniun
দিগুতdigut
রিউলriul
মিউমmium
বিউপbiup
সিওতsiot
ইউংiung
জিউতjiut
ছিউতchhiut
খিউকkhiuk
থিউতthiut
ফিউপphiup
হিউতhiut

-সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ৫ টি:

দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা
LetterBengali Transcription
সাংগিইয়ক
সাংদিগুত
সাংবিউপ
সাংসিওত
সাংজিউত

যারা কোরিয়ান ভায়া শিখতে চাচ্ছেন আশা  করি ই পোষ্ট তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কোন কিছু বুঝতে সমস্যা হলে বা কোন কিছু ভুল থাকলে কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ সবাইকে পোষ্ট টি পড়ার জন্য। আমাদের ওয়েবসাইট এ কোরিয়ান ভাষার সকল পোষ্ট পেয়ে যাবেন। ধন্যবাদ

 আপনি যদি  ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক

Leave a Comment