কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব- 2

আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম পাঠ শেয়ার করব। যারা আগের পাঠ: ১ পড়েন নাই তাদের আগে পাঠ-১ পরে তারপর এই পাঠ পড়ার জন্য অনুরোধ রইল। আজকে আমরা কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম বলব।

কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা।  পাঠ:২

দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা- শুরু থেকে শেষ পযন্ত। “দেখুন এখানে”

কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম

কোরিয়ান ভাষা উচ্চারণ করার নিয়ন। 

 
স্বরবর্ন: কোরিয়ান ভাষায় স্বরবর্ন ও সংযুক্ত স্বরবর্ন উচ্চারন করার সময় বর্ন উচ্চারন এর কোন পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা বর্ন এর নাম যা পড়ি উচ্চারন এর সময় ও রিডিং পড়ার সময় ও তাই হবে। বাংলা ভাষায় যেমন আমরা স্বরবর্ন কে কার হিসেবে ব্যাবহার করি কোরিয়ান ভায়ায় ও তাই হিসেবে ব্যাবহার করা হয় ।

 

কোরিয়ান ভাষা লিখার উপায়।

 
বাংলা ও ইংরেজি ভাষা যখন আমরা লিখি তখন পাশাপাশি লিখি। যেমন:
 
বাংলা: আমাদের দেশের নাম বাংলাদেশ।
English: Our Country Name Is Bangladesh.
 
তবে কোরিয়ান ভাষা লেখার সময় কিছুটা ব্যাতিক্রম লক্ষ্য করা যায়। কোরিয়ান ভাষা পাশাপাশি লেখার হয় আবারও কিছু শব্দ উপরে নিজে লেখা হয়। যেমন
 
신문 = খবরের কাগজ [এখানে সিওত এর নিচে নিওন ব্যাবহার হয়েছে]
 
উপরে ও নিচে লেখার সময় উচ্চারণ এ ও ভিন্নতা থাকে। আমরা জানি (ㄱ) এর নাম হচ্ছে “গিইয়ক” যখন এই শব্দ টি উপরে বসবে তখন এর নাম হবে “” আবারও যখন এই বর্নটি নিচে বসবে তখন এর উচ্চারণ হবে “” এর মতো। ব্যান্জ্ঞনবর্ন গুলো আমাদের এভাবে পড়তে হবে।
 
মনে রাখার উপায়।
 
আমার প্রথম পার্ট এ সবগুলো বর্ন শিখেছি। আমরা নাম সহ মুখস্থ করেছি। তাই আমাদের উচ্চারণ করতে সহজ হবে। যখন কোন ব্যান্জ্ঞনবর্ন বাক্যর উপর বসবে তখন তা বর্ন এর প্রথম অক্ষর উচ্চারন হবে। যখন নিচে বসবে তখন শেষের বর্ন উচ্চারণ হবে। নিচে ছক দেওয়া হল।
 
ㄱ=গিইয়ক        গ       ক
ㄴ=নিন            ন        ন
ㄷ=দিগুত           দ       ত
ㄹ=রিল            র       ল
ㅁ=মিম           ম        ম
ㅂ=বিপ           ব        প
ㅅ=সি           স       ত
ㅇ=ইউং           NA        ং
ㅈ=জিত         জ       ত
ㅊ=ছিউত          ছ        ত
ㅋ=খিক          খ       ক
ㅌ=থি          থ       ত
ㅍ=ফি        ফ      প
ㅎ=হি          হ       ত
 
কোরিয়ান ভাষায় ব্যান্জন বর্ন উচ্চারন করার নিয়ম এর একটি ছক নিচে দেওয়া হল:
কোরিয়ান বর্নবাংলা নামউপরে বসলেনিচে বসলে
গিইয়ক
নিউন
দিগুত
রিউল
মিউম
বিউপ
সিওত
ইউংউচ্চারন হবে না
জিউত
ছিউত
খিউক
থিউত
ফিউপ
হিউত
 
উদাহরন: 감사합니다 =  ধন্যবাদ [ এখানে সবার প্রথম গিইয়ক তার সাথে া কার আছে। গিইয়ক উপরে হওয়ায় এর উচ্চারন হবে গা নিচে আছে মিওম এর হবে তারপর আবারও সাতাহলে হচ্ছে গামস- তারপর হি  উপরে হওয়ায় হা এবং ‍বিউপ নিচে হওয়ায় ব। তারপর নি এবং দা। পুরো উচ্চারন- 감사합니다 = [ গামসাহাবনিদা ]
 

সংযুক্ত ব্যান্জন বর্ন উচ্চারন করা নিয়ম: 

 
ㄲ= সাংগিইয়ক  = ক
ㄸ=সাংদিগুত     = ত
ㅃ=সাংবিউপ     = শ
ㅆ=সাংসিওত     = প
ㅉ=সাংজিউত    = চ

আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আপনাকে প্রথম এ বর্ন গুলো শিখতে হবে। পরবর্তী তে এগুলো কোনটা কিভাবে উচ্চারন করতে হয় তা শিখতে হবে। আপনি যদি এগুলো শিখতে পারেন তাহলে আপনি কোরিয়ান ভাষা রিডিং পড়তে পারবেন।

আশা করি এই পাঠ টি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা এটা পড়ার পাশাপাশি সম্ভব হলে খাতায় লিখে রাখবেন। তাহলে যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবেন। পরবর্তী পাঠ আপনার আমাদের ওয়েবসাইট এ পেয়ে যাবেন ইনশা আল্লাহ। ধন্যবাদ সবাই কে আমাদের পোষ্ট পরার জন্য। আল্লাহ হাফেজ।

কিওয়ার্ড: কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম, কোরিয়ান ভাষা শিক্ষা, কোরিয়ান বর্ন কয়টি ও কি কি, সহজে কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম, কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম শিখুন, কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম জানুন,

 আপনি যদি  ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক

Leave a Comment