কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব-3

আসসালামু আলাইকুম। আজকে আমরা দক্ষিন কোরিয়া ভাষা শিক্ষা এর  কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। 

কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব-৩

 

দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা- শুরু থেকে শেষ পযন্ত। “দেখুন এখানে”

দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা

আমরা প্রথম দুটি পার্ট এ কোরিয়ান ভাষার শব্দ ও এদের উচ্চারন কিভাবে করতে হয় সেগুলো শিখেছি। আজকে আমরা বানান শিখার চেষ্টা করব। আমরা যদি রিডিং পড়া শিখতে চাই আমাদের প্রথম এ বানান শিখতে হবে। আমরা বাংলা রিডিং পড়া শিখার আগে প্রথম এ বাংলা বানান করা শিখছি। যেমন:
    
   স্বরবর্ণ + ব্যান্জনবর্ণ
                        কা, কি,কী, কু, কূ,,,,,,,,,,,,,,,,,,
তারপর আমরা শিখতাম,,
যুক্ত ব্যাঞ্জন বর্ণ
                     ক্ক, ক্ত, ক্ম,,,,,,,,,,,,,,,,
 
আমরা সাধারনত বাংলা ভাষায় এরকম উচ্চারন শিখেছি। আমাদের কোরিয়ান ভাষায় শব্দ উচ্চারন শিখতে চাইলে আমাদের এভাবে যুক্ত বর্ন শিখতে হবে। আমদের মূলত তিন ধরনের উচ্চারন শিখতে হবে তা হলো:
  • স্বরবর্ণ + ব্যাঞ্জন বর্ণ
  • যুক্ত স্বরবর্ণ + ব্যাঞ্জন বর্ণ
  • স্বরবর্ণ + যুক্ত ব্যাঞ্জন বর্ণ         
আমাদের এই তিন ধরনের উচ্চারন শিখতে হবে। আমরা যদি এই তিন ধরনের শব্দ গঠন এর উচ্চারন শিখতে পারি তাহলে আমরা রিডিং পড়তে পারব। আমরা যদি কোরিয়ান ভাষার রিডিং শিখতে পারি তাহলে আমরা কোরিয়ান ভাষার শিখার ক্ষেত্রে একটা মাইল ফলক স্পর্স করতে পারব। তাহলে চলুন কিছু উদাহরন দেখে নেই।
স্বরবর্ণ + ব্যাঞ্জন বর্ণ এর উচ্চারন হবে নিম্নরূপ।
ㄱ (গ)+ ㅏ(আ) = ㄱㅏ(গা)
ㄱ (গ)+ ㅏ(আ) = ㄱㅏ(গা)
 
 
আমরা সবগুলোর উচ্চারন নিচে ইমেইজ দেওয়া হল।
স্বরবর্ণ + ব্যাঞ্জন বর্ণ এর উচ্চারন। 
কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব-৩
কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব-৩

 

যুক্ত স্বরবর্ণ + ব্যাঞ্জন বর্ণ এর উচ্চারন। 
কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব-৩
কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব-৩
স্বরবর্ণ + যুক্ত ব্যাঞ্জন বর্ণ   এর উচ্চারন।

কোরিয়ান বর্ন উচ্চারন করার ‍নিয়ম। দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা। পর্ব-৩
আমরা যদি কোরিয়ান ভাষার  রিডিং দ্রুত পড়তে চাই। তাহলে আমাদের এই বানান গুলো ভালো করে পড়তে হবে। আমরা এগুলো ভালো করে পড়লেই আমরা রিডিং পড়া শিখতে পারব। আশা করি এই পোষ্ট টা আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ

 আপনি যদি  ব্লগ বা ই কমার্স ওয়েবসাইট কিনতে চান। তাহলে আমদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক

Leave a Comment